Custom House, Pangaon National Board of Revenue, IRD, Ministry of Finance
Customs House, Pangaon

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ০৭ নভেম্বর ২০১৩ তারিখে পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল উদ্বোধন করেন; পানগাঁও বন্দর উদ্বোধনের ফলে আমদানি ও রপ্তানি বাণিজ্যে অপার সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়; ইতিমধ্যে পানগাঁও বন্দরে পণ্য আমদানি বৃদ্ধি পেয়েছে; পানগাঁও বন্দর কর্তৃপক্ষ বন্দর এলাকা থেকে ঢাকা মাওয়া মহাসড়ক পর্যন্ত সুপরিসর পাকা রাস্তা তৈরি করেছেন যা পণ্য পরিবহনের ক্ষেত্রে ব্যাপক সুবিধার সৃষ্টি করছে। পানগাঁও বন্দরের বর্ণনা ঃ জেটির দৈর্ঘ্য ১৮০ মিটার (দুটি জাহাজ একবারে তীরে ভিড়তে পারে); জেটির প্র¯’ ২৬ মিটার; বন্দরের প্রাঙ্গন এলাকা ৩২ একর; ওভারফো ইয়ার্ড এলাকা ৯১০০ বর্গ মিটার; ইয়ার্ডে এককালীন কন্টেইনার ধারণ ক্ষমতা ২৪০০ টিউস (২৪০০ বিশ ফুট কন্টেইনার); কন্টেইনার ফ্রেইট এলাকা ৫৮১৫ বর্গ মিটার; রেফার ফাগ ইন পয়েন্ট ৪৮টি। কাস্টমস হাউস, পানগাঁও, ঢাকার কার্যক্রম জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস অনুবিভাগের অধীনে পরিচালিত । প্রত্যক্ষ ও পরোক্ষ কর আদায়ের সংস্থা জাতীয় রাজস্ব বোর্ড, অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অন্তর্গত । কাস্টমস হাউস, পানগাঁও, ঢাকা মূলত: আমদানি ও রপ্তানি পর্যায়ে কাস্টমস শুল্ক ও অন্যান্য কর আদায়ে দায়িত্বপ্রাপ্ত। রাষ্ট্রীয় মূল্যবান রাজস্ব সংগ্রহের পাশাপাশি কাস্টম কাস্টম হাউস, পানগাঁও বাণিজ্য  সহজীকরণ, সরকারী প্রবিধানের সুষ্ঠ পরিপালন নিশ্চিত করণার্থে বাস্তবায়ন কার্যক্রম পরিচালনা, সামাজিক, পরিবেশ ও জাতীয় ঐতিহ্য প্রতিরক্ষণ, বৈদেশিক বাণিজ্যের পরিসংখ্যান প্রস্তুত ও রক্ষণের জন্য দায়িত্বপ্রাপ্ত।